সুনামকণ্ঠ ডেস্ক ::
রাশিয়াকে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির নতুন নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে দেশটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই নিষেধাজ্ঞার জবাবে তারা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এক বিবৃতিতে বলেন, এই তিনটি ইউরোপীয় দেশের পদক্ষেপ পশ্চিমাদের শত্রুতামূলক নীতি ও ইরানের জনগণের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদের ধারাবাহিকতা। এর উপযুক্ত ও সমুচিত প্রতিক্রিয়া দেবে ইরান।
ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি জানিয়েছে, তারা ইরানের সঙ্গে বিমান চলাচল চুক্তি বাতিলের উদ্যোগ নিচ্ছে এবং ইরান এয়ারের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য কাজ করবে। তারা আরও জানায়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে জড়িত গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে এবং রাশিয়ার কাছে ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র সরবরাহের বিষয়টি নজরদারিতে রাখা হবে।
তবে ইরান আবারও অস্বীকার করে বলেছে, তারা রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য কোনও অস্ত্র সরবরাহ করেনি। কানানি বলেন, রাশিয়ান ফেডারেশনের কাছে ইসলামি প্রজাতন্ত্র ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিক্রি করেছে বলে যে অভিযোগ তোলা হয়েছে, তা স¤পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।
এর আগে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন বলেন, ইরান থেকে রাশিয়ার কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠানো হয়েছে এবং সেগুলো ইউক্রেনে কয়েক সপ্তাহের মধ্যেই ব্যবহৃত হতে পারে। তিনি আরও জানান, রাশিয়ার কয়েক ডজন সামরিক কর্মকর্তা ইরানে ফাতাহ-৩৬০ ক্ষেপণাস্ত্রের ব্যবহারের ওপর প্রশিক্ষণ নিয়েছে। এই ক্ষেপণাস্ত্রটির পাল্লা ১২০ কিলোমিটার।