ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০, দোকানপাট ভাঙচুর- লুটপাট

আপলোড সময় : ০১-১১-২০২৫ ০৯:০৯:৩৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-১১-২০২৫ ০৯:৪০:১৪ পূর্বাহ্ন
ছাতক প্রতিনিধি ::
ছাতকের ইসলামপুর ইউনিয়নের লুবিয়া ও বনগাঁও গ্রামবাসীর মধ্যের সংঘর্ষে কমপক্ষে ৩০ ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর আহত বনগাঁও গ্রামের মানিক মিয়াকে ও লুবিয়া গ্রামের দিলোয়ার হোসেন, মুক্তার হোসেনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, উভয়পক্ষের অন্তত ৩০জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষের ঘটনায় পুলিশ ৬ জনকে আটক করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় ইছামতি বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। দফায়-দফায় সংঘর্ষ, হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে দুই পক্ষের মধ্যে। বিজিবি, পুলিশ ও এলাকাবাসীর হস্তক্ষেপে সংঘর্ষ নিয়ন্ত্রণ করা হয়েছে। সংঘর্ষের সময় ইছামতি বাজারের কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। মারামারি থামানোর লক্ষ্যে একটি পক্ষকে আটকে দিতে ইছামতি বাজারের ব্রিজে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটিয়ে এবং ডিজেল দিয়ে ব্রিজের উপর আগুন লাগিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। স্থানীয় একটি সূত্র জানিয়েছে, এলসি’র চুনাপাথর ব্যবসার পাওনা টাকার বিষয়ে আলোচনা চলাকালে এক পর্যায়ে লুবিয়া গ্রামের কামরুজ্জামান ও বনগাঁও গ্রামের ফজল করিমের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষের লোকজনের মধ্যে হামলা-পাল্টা হামলা ঘটনা ঘটে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ জড়িয়ে পড়ে। সংঘর্ষের সূত্রপাতের ঘটনা নিয়ে ভিন্ন-ভিন্ন মত প্রকাশ করেন বনগাঁও গ্রামের ফজল করিম ও লুবিয়া গ্রামের কামরুজ্জামান। ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান, সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যবসায়িক পাওনা টাকার লেনদেনকে কেন্দ্রে করে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। পুলিশ ৬জনকে আটক করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com