জামালগঞ্জে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

আপলোড সময় : ৩১-১০-২০২৫ ০৭:৪৯:৫৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩১-১০-২০২৫ ০৭:৪৯:৫৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জে কৃষি প্রণোদনার আওতায় রবি মৌসুমে খাদ্য শস্য উৎপাদন বৃদ্ধি ও ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচি উদ্বোদন করা হয়েছে। বৃহ¯পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে ৯৬৫ জন কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নুর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কায়সার আহমেদ, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মো. মাসুক মিয়া, ভীমখালী ইউপি চেয়ারম্যান মো. আখতারুজ্জামান তালুকদার, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান মো. হানিফ মিয়া, জামালগঞ্জ সদর প্যানেল চেয়ারম্যান নুরুল হুদা প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা জানান, ২০২৫-২০২৬ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় উপজেলার ৯৬৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে। প্রথম ধাপে বসতবাড়ি সবজি ২শত জন, লাউ বীজ ৫০ জন, বেগুন বীজ ১০০ জন, শশা বীজ ৮০ জন, মিষ্টি কুমড়া বীজ ১০০ জন, রবি শস্য গম ৩০ জন, মরিচ ৩০০ জন, সূর্যমুখি ২৫ জন ও চিনা বাদাম বীজ ৮০ জনকে দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com