দিরাই প্রতিনিধি ::
দিরাইয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলা ও পৌর যুবদল পৃথকভাবে মিছিল ও
আলোচনা সভার আয়োজন করে।
উপজেলা যুবদল ওইদিন সকালে পৌরশহরের থানা রোডের বিএনপির কার্যালয় থেকে মিছিল শুরু করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। উপজেলা যুবদলের আহবায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক ও সদস্য সচিব লিপন হাসান চৌধুরীসহ দলটির নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।
অপরদিকে মঙ্গলবার দুপুরে পৌর যুবদল থানা রোড থেকে মিছিল শুরু করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন পৌর যুবদলের আহবায়ক মহি উদ্দিন মিলাদ, সদস্য সচিব জাকির হোসেন প্রমুখ।