বাংলাদেশ সুপ্রিম পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০৯:২৮:৫৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০৯:২৮:৫৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর সুনামগঞ্জ জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সুপ্রিম পার্টির সহকারী কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমানের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আবুল ফজল মো. মাসউদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পীরজাদা কাজী মোহাম্মদ আশিকুর রহমান হাসেমী। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন পার্টির যুগ্ম মহাসচিব মো. ইব্রাহিম মিয়া। কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ আসলাম হোসাইন, কেন্দ্রীয় সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহ মো. মেন্দু মিয়া, সংগঠনের কেন্দ্রীয় সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো. হারিছ মিয়া, পার্টির দোয়ারাবাজার উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, ছাতক উপজেলা শাখার সভাপতি মো. মোস্তাব আলী, মো. মোবারক হোসেন, বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সভাপতি মো. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মো. মিলন মিয়া, সদর উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল হেকিম, সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, দিরাই উপজেলা শাখার সভাপতি মো. আমজদ হোসেন, সাধারণ সম্পাদক মো. স্বপন মিয়া প্রমুখ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com