জামালগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০৮:৩০:২২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০৮:৩০:২২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী জামালগঞ্জ উপজেলাতেও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার তেলিয়াপাড়া এলাকায় কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ স¤পাদক ও সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি গোলাম রব্বানী আফিন্দী। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন রুবেল এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমেদ, সহ-সভাপতি জুয়েল আহমদ, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল কবীর চৌধুরী টিটু, সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা আহ্বায়ক নিরঞ্জন দেবনাথ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য আহমেদ জাকি ও নাদিম মাহমুদ মুরাদ প্রমুখ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com