স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছয়টি ফার্মেসিকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত বিভিন্ন ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ আলম শান্তনু।
জানা যায়, ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রদর্শন ও বিক্রির অপরাধে ঔষধ ও প্রসাধনী আইন, ২০২৩ অনুযায়ী ছয়টি ফার্মেসিকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় বিপুল পরিমাণ ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন সুনামগঞ্জ জেলা ঔষধ তত্ত্বাবধায়ক মিঠুন সাহা। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা ও তাহিরপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ আলম শান্তনু বলেন, আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। জনস্বার্থে ও অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।