স্টাফ রিপোর্টার ::
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে মঙ্গলবার বিকেলে এই কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট মোহাম্মদ শামসউদদীন।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট নুরুল আলম-এর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন অধ্যাপক আব্দুল্লাহ। বক্তব্য রাখেন অধ্যাপক মোহাম্মদ আলী, সুনামগঞ্জ পৌর জামায়াতের আমীর আব্দুছ ছাত্তার মো. মামুন প্রমুখ।