শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জে সরকারি ও বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের অংশগ্রহণে “ফলোআপ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে এনজিও সংস্থা এফ্যারটস ফর রুরাল এডভ্যান্সমেন্ট (ইরা)।
নরওয়েজিয়ান এজেন্সি ফর এক্সচেঞ্জ কোঅপারেশন (এনওআরইসি)-এর অর্থায়নে বাস্তবায়িত ‘মিউচুয়াল লার্নিং ফর ইমপ্রুভিং হেলথ অ্যান্ড নিউট্রিশন সিনারিও’ প্রকল্পের দ্বিতীয় রাউন্ডের সমাপনী কর্মশালাটির সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তারিক জামিল অপু। ইরা’র মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার মো. ফজলুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান এবং শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ।
কর্মশালায় আরও বক্তব্য রাখেন ইরা’র নিউট্রিশন অফিসার লিমা আক্তার, মেডিকেল অফিসার ডা. সামিহা সুলতানা, নিউট্রিশন অফিসার সাবিহা আক্তার, মেডিকেল অফিসার ডা. তানিয়া আক্তার, সাতগাঁও জিবদাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমেদ, গণিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট ফোরাম সভাপতি রুহিতা বেগম, সাতগাঁও জিবদাড়া উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট ফোরাম সভাপতি নাজিয়া আক্তার, সংবাদকর্মী আবু সাঈদ, শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হান্নান মিয়া, সিএইচসিপি আজিজুর রহমান, স্বেচ্ছাসেবী সুহেনা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং প্রকল্পটির ইতিবাচক প্রভাবের প্রশংসা করেন।