স্টাফ রিপোর্টার ::
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক স¤পাদক মো. মাহবুবুর রহমানের পক্ষে ধর্মপাশায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় ধর্মপাশা সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আবুয়াচর গ্রামে এ উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মপাশা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহরাফ এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য জিয়া উদ্দিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বেচ্ছাসেবক দল সভাপতি আব্দুস সালাম শিকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুল হক ও কবির আহমেদ খান, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল শিকদার, সদর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মাইনুদ্দিন খান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, ছাত্রদলের কলেজ শাখার সাবেক আহ্বায়ক আব্দুর রহমান, কলেজ শাখার বর্তমান আহ্বায়ক তুষার খন্দকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, মেহেদী হাসান আরিয়ান, মাইদুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে হবে।