শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদে জেলা প্রশাসনের অভিযান

আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০৮:০৪:৩১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০৮:০৪:৩১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় পৌর শহরের সদর হাসপাতাল সংলগ্ন এলাকা, জেল রোড ও ট্রাফিক পয়েন্ট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় সড়কে অবৈধভাবে চলমান ৩২টি ইঞ্জিনচালিত অটোরিকশা ও ৬টি ইজিবাইক জব্দ করে পৌরসভার জিম্মায় দেয়া হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ও স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. মতিউর রহমান খান-এর দিকনির্দেশনায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম সাকিব খান এই অভিযানে নেতৃত্ব দেন। জেলা প্রশাসনের তথ্য মতে, হাসপাতালের পরিবেশ স্বাভাবিক রাখতে মূল ফটকের সামনে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। একই সঙ্গে, হাসপাতালের ভেতরে বিশৃঙ্খলভাবে অবৈধভাবে পার্কিং করে রাখা অ্যাম্বুল্যান্সসমূহ অপসারণ করা হয়। এছাড়া, শহরের জেল রোড এবং গুরুত্বপূর্ণ মোড় ট্রাফিক পয়েন্ট এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে গড়ে তোলা সকল অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। এদিকে, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধভাবে চলমান যানের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হয়। অভিযানে লাইসেন্সবিহীন ও অবৈধভাবে চলাচলকারী ৩২টি ইঞ্জিনচালিত অটোরিকশা ও ৬টি ইজিবাইক জব্দ করা হয়। জব্দকৃত এই যানগুলো পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সুনামগঞ্জ পৌরসভার জিম্মায় প্রদান করা হয়েছে। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম সাকিব খান বলেন, জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com