স্টাফ রিপোর্টার ::
ধর্মপাশা উপজেলায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় জানানো হয়, ব্র্যাকের উদ্যোগে সুনামগঞ্জ জেলার সব উপজেলায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক প্রকল্পের কার্যক্রম চলছে। জলবায়ু সংবেদনশীল রোগ হলো এমন স্বাস্থ্যগত অবস্থা, যা সরাসরি জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৃদ্ধি পায়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আসাদ বিন খলিল রাহাত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সুবীর সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর কবির, উপজেলা শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. লিয়াকত আলী, ধর্মপাশা সদর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক সরফরাজ আহম্মদ খান প্রমুখ।
সভায় আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের সিসিএইচ-বিএইচপি অফিসার দিপ্র রায় দিপ্ত, ব্রাঞ্চ ম্যানেজার মো. আবুল কাশেম, শাখা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. ফিরোজ শাহী, আইডিও-আইডিপি অনন্দিতা বিশ্বাস, পিএ (ম্যালেরিয়া) শফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।