দিরাই উপজেলার প্রবাসীদের নিয়ে অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘দিরাই প্রবাসী উন্নয়ন পরিষদ, ইউএই’ গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার (২৪ অক্টোবর) দুবাইয়ের আজমান প্রদেশের আল নুয়াইমা এলাকায় দিরাই প্রবাসীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক আমিনুল হকের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নাসিরুল হক। অতিথি ছিলেন সিলেট বিভাগের সিনিয়র নেতা আব্দুল মালেক মল্লিক ও আবুল বাশার হেলাল।
এসময় দিরাই প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে প্রবাসীদের মৃতদেহ বাংলাদেশে প্রেরণে ও অসুস্থ প্রবাসীদের সাহায্যে দিরাই প্রবাসী উন্নয়ন পরিষদ সর্বাত্মক সামাজিক ও মানবিক সাহায্য প্রদানের আশ্বাস দিয়ে উপস্থিত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত সদস্যদের সর্বসম্মতিতে আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে মো. নাসিরুল হককে সভাপতি, হাবিজ মিয়াকে সিনিয়র সহ-সভাপতি, আব্দুর রশিদকে সাধারণ স¤পাদক, মো. লোকমান মিয়াকে সাংগঠনিক সম্পাদক ও আজিজুল হককে অর্থ স¤পাদক ঘোষণা করা হয়।
দিরাই উপজেলার প্রবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতাব খান, মনিরুল হক, হাবিবুর রহমান, ফজলু মিয়া, জিলাল খান, নূর আহমদ, মাওলানা অলিদ আহমদ, মোহাম্মদ নাহিদ, লিচু মিয়া, সালমান মিয়া, মুকিব মিয়া, ফখরুদ্দিন, রাসিদুল হক, আবু ফয়েজ, রাজা মিয়া, জুয়েল মিয়া, মো. রবিউল প্রমুখ। - সংবাদ বিজ্ঞপ্তি