ছাতক প্রতিনিধি ::
ছাতকের উদীয়মান তরুণ কণ্ঠশিল্পী আলী ইনসান আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার ভোরে তিনি ইন্তেকাল করেছেন।
পরিবারসূত্রে জানা গেছে, ওইদিন ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
আলী ইনসান উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গণেশপুর-ছড়ারপার গ্রামের বাসিন্দা মো. দুদু মিয়ার পুত্র ।
সোমবার বেলা ২টায় ছড়ারপার বালুর মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন স¤পন্ন হয়েছে।
জানাযায়, সহজ-সরল স্বভাবের এই শিল্পী কিছুদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। সোমবার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৩৫। তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।