ধর্মপাশায় সড়ক পুনঃনির্মাণের দাবিতে অবরোধ

আপলোড সময় : ২৮-১০-২০২৫ ০৮:০৮:০৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৫ ০৮:০৮:০৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: ধর্মপাশা থেকে গাছতলা পর্যন্ত সড়কটি দ্রুত পুনঃনির্মাণের দাবিতে দুই ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে নাগরিক অধিকার আন্দোলন, ধর্মপাশা শাখা। সোমবার সকাল ১১টায় ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নাগরিক অধিকার আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, ৭২ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের ধর্মপাশায় এসে কাগজপত্রসহ আলোচনায় বসতে হবে। জনগণের দাবি উপেক্ষা করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। বক্তারা বলেন, আর কোন টালবাহানা নয়, জনগণের অধিকার আদায়ে আমরা আন্দোলন করছি এবং করবো। অতি শীঘ্রই এই রাস্তাটি পুনঃসংস্কার করতে হবে। অবরোধ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ধর্মপাশা নাগরিক অধিকার আন্দোলনের প্রধান সমন্বয়কারী মোল্লা মাহমুদ হাসান। অবরোধ কর্মসূচি সঞ্চালনা করেন নাজমুল ইসলাম তপু। বক্তব্য রাখেন আজহারুল ইসলাম দীপ্ত, মুফতি যোবায়ের আলম, মুফতি মুফিদ আহমদ, সামিউল ইসলাম সৌরভ, অনিক মজুমদার, মুফতি মুহসিন উদ্দিন, মাওলানা সদরুল আমিন প্রমুখ। স্থানীয় নাগরিকরা জানান, দীর্ঘদিন ধরে ধর্মপাশা-গাছতলা সড়কটি বেহাল অবস্থায় রয়েছে। এ সড়ক সংস্কারের দাবিতে এর আগেও কয়েকবার আন্দোলন হয়েছে, কিন্তু কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। নেত্রকোণা উপ-সহকারী প্রকৌশলী শামীম হোসেন জানান, ১৩ কোটি টাকার একটি বরাদ্দ হয়েছে। এই মাসেই জিও জারি হলে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে কাজ শুরু করতে পারবো। কাজটি একদম স্থায়ীভাবে করা হবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com