স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিটি শুরু হয়। ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখরিত র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত উদ্দিন স্কয়ারে গিয়ে পথসভায় মিলিত হয়। এতে জেলা ও উপজেলা যুবদলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
জেলা জাতীয়তাবাদী যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশীদ কয়েস-এর সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন জেলা যুবদলের সহ-সভাপতি সোহেল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, সাংগঠনিক স¤পাদক কামরুল হাসান রাজু প্রমুখ।
জেলা জাতীয়তাবাদী যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমীন বলেন, সামনে জাতীয় নির্বাচন, এই দেশের আপামর জনগণ তাদের ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে প্রহর গুনছে। তবে, একটি কুচক্রী মহল জাতীয় নির্বাচনের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, প্রতিরোধ গড়ে তুলবো। তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যাকেই ধানের শীষের মনোনয়ন দেবেন, আমরা তার পক্ষে কাজ করবো এবং বিজয় সুনিশ্চিত করবো। তিনি যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।