দিরাই প্রতিনিধি ::
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপির যুগ্ম আহবায়ক আজমল হোসেন চৌধুরী জাবেদ দিরাইয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। রোববার দুপুরে আজমল কমিউনিটি সেন্টারের হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজমল হোসেন চৌধুরী জাবেদ বলেন, আমি ছাত্রজীবন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দিয়ে রাজনীতি শুরু করি। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে আজ যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দলের জন্য কাজ করে যাচ্ছি। আমি যুক্ত রাজ্য থাকলেও আমার মন পড়ে থাকে প্রিয় জন্মভূমিতে, যার জন্য বছরের অধিকাংশ সময় দেশে থাকি। দেশের সাধারণ মানুষের জন্য কিছু করার চেষ্টা করে থাকি। বিগত বন্যা ও মহামারি করোনাকালে নিজ অবস্থান থেকে দিরাই-শাল্লাবাসীর পাশে থাকার চেষ্টা করেছি। যতদিন বেঁচে থাকবে জনগণের সেবা করে যাবো। তিনি দুঃখ করে বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও দিরাই-শাল্লা শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সবদিক থেকে উন্নয়ন বঞ্চিত। আমি বঞ্চিত এলাকাবাসীর উন্নয়নে রাজনীতি করি। বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন চেয়েছিলাম, সে নির্বাচনে কেন্দ্রীয় কমান্ড আমাদের নেতা জনাব নাছির উদ্দীন চৌধুরীকে মনোনয়ন দেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী, দীর্ঘ দিন ধরে আমি দলকে সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছি, আমার কাজের মূল্যায়ন করে দল আমাকে মনোনয়ন দেবে এ আমার বিশ্বাস। তিনি গণমাধ্যম কর্মীসহ সবার সহযোগিতা কামনা করেন।