বিশ্বম্ভরপুরে প্রভাবশালীদের বিরুদ্ধে ভূমি দখল ও চাঁদাবাজির অভিযোগ

আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০৮:৫৫:৩৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০৮:৫৫:৩৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের দুলভারচর বাজারে ভূমি জবর দখল, চাঁদাবাজির অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী গোষ্ঠীর বিরুদ্ধে। অভিযোগে জানা গেছে, দুলভারচর মৌজার জে.এল. নং - ৫৯, খতিয়ান নং ২০৯ এর বিভিন্ন দাগের জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে একটি প্রভাবশালী গোষ্ঠী। তারা দুলভারচর পয়েন্ট এলাকায় জোরপূর্বক একটি মার্কেট নির্মাণ করে। এমনকি নির্মাণকাজের সময় একই এলাকার মৃত আব্দুল হাইয়ের ছেলে আসিফ বিল্লার বাড়ির সামনের অংশ দখলেরও চেষ্টা করা হয়। স্থানীয় সূত্রে জানাযায়, ওই গোষ্ঠীর প্রধান হলেন মৃত ইজ্জত উল্লা চৌধুরীর ছেলে সামছুল হক চৌধুরী। তার ভাই-ভাতিজা নিয়ে রয়েছে কর্মীবাহিনী। তাদের মধ্যে অন্যতম নুরুল ইসলাম, মালে গণি, উজ্জ্বল মিয়া, মশিউর রহমান, নিকসন মিয়া, সবুজ মিয়া, আফজাল হোসেন, সেলিম মিয়া। তারা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। স্থানীয়দের অভিযোগ, এই চক্রটি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন স্থানে দখল তৎপরতা চালিয়ে যাচ্ছে। ভুক্তভোগী আসিফ বিল্লাহ বলেন, সুনামগঞ্জ-সাচনা সড়কের পাশে আমার বাবার রেকর্ডীয় ভূমি, এমনকি আমার বাড়ির সামনের অংশও তারা দখলের চেষ্টা করছে। জায়গা ছেড়ে দেওয়ার জন্য বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। সমাধানের জন্য দাবি করছে ১০ লক্ষ টাকা। আমি বিষয়টি বিশ্বম্ভরপুর থানা ও সেনাবাহিনীর কাছে অভিযোগ করেছি, তারা ঘটনাস্থল পরিদর্শনও করেছেন। দুলভারচর বাজারের ব্যবসায়ী শহিদ মিয়া বলেন, আমি তাদের কাছে ৩০ হাজার টাকার মতো দোকান বাকি পাই। টাকা চাইলে আমাকে অশ্লীল ভাষায় গালাগালি সহ বিভিন্ন হুমকি-ধমকি প্রদান করে। অভিযোগকারীদের মধ্যে আশরাফুল ইসলাম চৌধুরী, শাহজাহান, নাজির আলম, আজিজুর রহমান চৌধুরী, সাদিকুর রহমান চৌধুরী, মো. শফিক মিয়া বলেন, আওয়ামী লীগ সমর্থিত এই গোষ্ঠী বহু বছর ধরে দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় অধিপত্য কায়েম করেছে। কেউ প্রতিবাদ করলে ফাঁসানো হয় মিথ্যা মামলায়। পরে সমাধানের অশ্বাস দিয়ে দাবি করেন মোটা অংকের চাঁদা। এলাকায় তাদের ভয়ে কেউ প্রতিবাদ করতে পারে না। অভিযোগের বিষয়ে মালে গণী অভিযোগ অস্বীকার করে বলেন, আমার রেকর্ডীয় ভূমি আমার দখলে রয়েছে। আমি কারো জমি দখল করিনি। বর্তমানে মামলা আদালতে চলমান। আদালতের রায় পেলে তবেই জায়গা নেব।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com