স্টাফ রিপোর্টার ::
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জামালগঞ্জে নারীদের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের চাঁনপুর গ্রামে সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমানের পক্ষে নারীদের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি নেতা নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন, ফেনারবাঁক ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক
জহিরুল ইসলাম, সদস্য আতিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আদিলুর রহমান আদিল, মোমেন মিয়া ও বিএনপি নেতা আলী হোসেন।