স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে তানভীর নামের ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে গত শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত মো. তানভীর (২০) তাহিরপুর উপজেলার পাটাবুকা গ্রামের তাজুল হকের ছেলে। গত ১২ অক্টোবর (রবিবার) বিকাল ৫টায় তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত তানভীর পলাতক রয়েছে।
তবে, ঘটনার পরপরই বিষয়টির সমাধান করবেন বলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আশ্বস্ত করে ভিকটিম পরিবারের সদস্যদের। একপর্যায়ে এ ঘটনার কোনো আইনগত ব্যবস্থা না নিয়ে প্রতিবন্ধী কিশোরীর ‘ইজ্জতের মূল্য’ ৭০ হাজার টাকা নির্ধারণ করে মেয়েটির পরিবারকে দেয়ার কথা বলা হয়। এনিয়ে কয়েকবার গ্রাম্য মাতব্বররা বৈঠকও করেছেন। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য জাকেরীন-উর-রশীদ শিমুলও অবগত আছেন বলে জানা যায়। কিন্তু ভিকটিমের পিতা শুরুতে টাকা নিয়ে মীমাংসা করার বিষয়ে রাজি থাকলেও একপর্যায়ে তিনি রাজি না হওয়ায় বিষয়টি মীমাংসা হয়নি বলে জানা গেছে।
ভিকটিমের পিতা জানান, আমার মেয়ে একজন শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। ঘটনার দিন বিকেলে তানভীরের বসতঘরের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় তানভীর সুকৌশলে আমার মেয়েকে তার চাচাতো ভাইয়ের বসতঘরে নিয়ে ধর্ষণ করে। তার চিৎকার শুনে এগিয়ে গেলে তানভীর পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়।
ওই কিশোরীর মা বলেন, তার সঙ্গে অমানবিক ঘটনা ঘটেছে। আমরা এর বিচার চাই। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি তাঁর।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে থানায় শনিবার সন্ধ্যায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।