১০ লাখ টাকার চেক ফেরত দিয়েছি, কর্মীর ভালোবাসা গ্রহণ করেছি : কামরুজ্জামান কামরুল

আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০৮:৪৮:২৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০৮:৪৮:২৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলকে নির্বাচনী খরচের জন্য ১০ লাখ টাকার চেক দিয়ে আলোচনায় এসেছেন এক সাধারণ কর্মী নূর কাসেম (৩৭)। গত শনিবার বিকেলে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে বিএনপির ৩১ দফা প্রচার ও ধানের শীষের পক্ষে আয়োজিত সমাবেশে এই ঘটনা ঘটে। সমাবেশে হাজারো কর্মীর উপস্থিতিতে বিএনপির কর্মী নূর কাসেম হঠাৎ মঞ্চে উঠে কামরুজ্জামান কামরুলের হাতে ১০ লাখ টাকার একটি চেক তুলে দেন। কামরুল তখন উপস্থিত নেতা-কর্মীদের চেকটি দেখান। নূর কাসেম তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওরপাড়ের মান্দিয়াতা গ্রামের কৃষক। ইট কেনাবেচার ছোটখাটো ব্যবসা করেন তিনি। লেখাপড়া না জানলেও কোনোভাবে স্বাক্ষর করতে পারেন। তার ব্যাংক অ্যাকাউন্টে আছে মাত্র ৩ হাজার ৪১২ টাকা। তবু তিনি বলেন, “আমি কামরুল ভাইরে ভালা পাই। উনি গরিবের লাগি কাজ করেন। তাই মনের আবেগে চেকটা দিছি। এখন যদি দিতে হয়, শ্রীপুর বাজারে আমার ভিটা বিক্রি কইরা দিমু।” নূর কাসেম আরও বলেন, “আমি রাজনীতি বেশি বুঝি না, কিন্তু কামরুল ভাইরে মন থাইক্যা ভালা পাই। এজন্যই চেক দিছি, কোনো স্বার্থ নাই।” এ বিষয়ে কামরুজ্জামান কামরুল বলেন, “নূর কাসেমের ভালোবাসাটা আন্তরিক। তিনি আবেগ থেকে দিয়েছেন। আমি তার ভালোবাসা গ্রহণ করেছি, কিন্তু চেকটি ফেরত দিয়েছি।” তিনি জানান, রবিবার বিকেলে তাহিরপুরের উত্তর বড়দল ইউনিয়নের একতা বাজারে বিএনপির সভায় নূর কাসেমের হাতে চেকটি ফেরত দেন। কামরুজ্জামান আরও বলেন, “সমাবেশে কেউ ফুল দিয়েছে, কেউ টাকার মালা। নূর কাসেম চেক দিয়েছে ভালোবাসা থেকে। আমি সেটিকে কর্মীর আন্তরিকতা হিসেবে দেখি।” উল্লেখ্য, গত শনিবারের ওই সমাবেশে কামরুজ্জামান কামরুল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানান।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com