দরিদ্র মানুষের বিচারপ্রাপ্তির আশ্রয়স্থল গ্রাম আদালত : অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান

আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৯:৩৫:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৯:৩৫:৪৫ পূর্বাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি :: স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ গ্রাম আদালত ৩য় পর্যায়ের প্রকল্প পরিচালক সুরাইয়া আক্তার জাহান বলেছেন, ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত দরিদ্র মানুষের বিচারপ্রাপ্তির আশ্রয়স্থল হিসেবে কাজ করছে। মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে সমাজের অন্যায় অবিচারের সুষ্ঠু সমাধানে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে গ্রাম আদালত। আমরা আশা করি দেশের খেটে খাওয়া মানুষের সামাজিক ও পারিবারিক কলহ নিরসনে গ্রাম আদালতই তাদের আশ্রয়স্থল। শনিবার বিকাল সাড়ে ৩টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ‘উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসন ও অংশীজনদের সাথে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের কার্যক্রম’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি'র বক্তব্যে এসব কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মতিউর রহমান খান। সভায় আরও বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব শামসুল হক, প্রকল্প সমন্বয়ক বিভাষ চক্রবর্তী, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ঝিনুক রানী দাস, শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ, উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান, উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহিদুল ইসলাম, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ, অর্থ সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, সংবাদকর্মী আবু সাঈদ, ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ ও গ্রাম পুলিশবৃন্দ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com