স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত জাতির মুক্তির সনদ, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট ও ধানের শীষ প্রতীকের দাওয়াত আমরা ছাতক ও দোয়ারাবাজারবাসীর ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। আমরা এ কার্যক্রম শুরু করেছি, কয়েক দিনের মধ্যেই ছাতক-দোয়ারাবাজারের সকল এলাকায় নেতা-কর্মীদের সাথে নিয়ে লিফলেট বিতরণ করবো। এ কার্যক্রমে সাধারণ মানুষের কাছ থেকে আমরা বেশ সাড়া পাচ্ছি। সাধারণ মানুষের মধ্যে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ছাতক-দোয়ারাবাজারবাসী ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করবেন ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে ভোটদান থেকে বঞ্চিত এ অঞ্চলের মানুষ এখন ধানের শীষ প্রতীকে ভোট দিতে অধীর আগ্রহে রয়েছেন। যারা নির্বাচন পেছানো বা পিআর পদ্ধতির দাবি করেন, তারা গণতন্ত্রে বিশ্বাসী অতীতেও ছিলেন না বর্তমানেও নয়। পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাবার স্বপ্ন দেখেন তারা। এদেশে আর পিছনের দরজা দিয়ে বা বিনা ভোটে ক্ষমতায় যাবার স্বপ্ন দেখে লাভ নেই। লুটপাট, গুম-খুন, ভোটারবিহীন নির্বাচন, জোর করে ক্ষমতা, দিনের ভোট রাতে দেওয়া এসব কারণেই ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। ১৭ বছর ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দোলন ও সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র
শ্রদ্ধা জানিয়ে তিনি আরো বলেন, বিএনপি তথা দেশ ও জাতির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন তারা সাবধান হয়ে যান, নতুবা এ দেশের জনগণ আপনাদের ক্ষমা করবেনা।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে ছাতক উপজেলার ধারণ বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও মিছিল শেষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলার উত্তর খুরমা ও দক্ষিণ খুরমা ইউনিয়ন এবং ধারণ অঞ্চল বিএনপি আয়োজিত এ পথসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, নজরুল ইসলাম, ছাতক পৌর বিএনপির আহবায়ক সামসুর রহমান সামছু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, শাহ সফিকুল আলম মতি, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন, যুগ্ম আহবায়ক সামসুর রহমান বাবুল, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ছায়াদুজ্জামান কয়েছ আহমদ, আতাউর রহমান এমরান, ফয়জুর রহমান, দিদার আলম মেম্বার, অ্যাড. আব্দুল কাহার।