দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১১

আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৮:৩৩:২৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৮:৩৩:২৩ পূর্বাহ্ন
দিরাই প্রতিনিধি :: গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দিরাই উপজেলার কুলঞ্জ গ্রামে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১১ জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর ২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বশর মিয়া তালুকদার (৬০), ফুল মিয়া তালুকদার (৪৫), আলফু মিয়া তালুকদার (৩৫), কয়েস মিয়া তালুকদার (৫৫), ইকবাল মিয়া তালুকদার (৩২), কাহার মিয়া তালুকদার (৪০), জহির মিয়া তালুকদার (৪৫)-কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। দিরাই হাসপাতালের চিকিৎসক পিন্টু দাস জানান, ১১ জন গুলিবিদ্ধ চিহ্নিত হয়। তাদের সবাইকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, দীর্ঘ দিন ধরে কুলঞ্জ গ্রামের সাবেক মেম্বার এলাইছ মিয়া ও বর্তমান মেম্বার মাহবুব চৌধুরী মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দিরাই থানার ওসি (তদন্ত) উত্তম কুমার জানান, গোলাগুলির ঘটনা শুনেছি, তবে এখনো নিশ্চিত হতে পারিনি। এলাকার পরিবেশ শান্ত রয়েছে। এই গ্রামে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com