জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে সুহেল আহমদ নামের এক খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারকে এক বছরের বিনাশ্রম কারাদ- ও ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ২ মাসের সাজা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন উদ্দিন এ দন্ডাদেশ প্রদান করেন।
জানাগেছে, জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের সুহেল আহমদ রৌয়াইল বাজারের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ পান। ডিলার নিয়োগের শর্ত অনুযায়ী রৌয়াইল বাজারে দোকান নিয়ে সরকারি বরাদ্দকৃত খাদ্যপণ্য রাখার কথা থাকলেও তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিনাঅনুমতিতে রাণীগঞ্জ বাজারের একটি দোকানে খাদ্যপণ্য চাল মজুদ করেন। বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন উদ্দিনের নেতৃত্বে রাণীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এক জায়গার খাদ্যপণ্য অন্য জায়গায় মজুদ রাখার দায়ে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার সুহেল আহমদকে এক বছরের সাজা ও ২ লাখ টাকা অর্থদন্ড-করেন। অনাদায়ে আরো ২ মাসের দন্ড প্রদান করা হয়। একই সঙ্গে ৮৭৪ বস্তা ৩০ কেজি ও ৫০ কেজি ওজনের চাল জব্দ করা হয় এবং তার ডিলারশিপ বাতিল করা হয়। জব্দকৃত চালসহ দোকানটি সিলগালা করে দেয়া হয়েছে। পরে দন্ডপ্রাপ্ত আসামি সুহেল আহমদকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।