ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে গতকাল বুধবার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। দিবসটি উপলক্ষে ওইদিন সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক র্যালি বের হয়ে উপজেলার সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আসয়াদ বিন খলিল রাহাত। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, জুলফিকার আলী, সদস্য হাদিস মিয়া, ইসলামী যুব আন্দোলনের উপজেলা শাখার যুগ্ম স¤পাদক আব্দুল আউয়াল, ধর্মপাশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের রিডার মোজাম্মেল হক প্রমুখ।