শান্তিগঞ্জ প্রতিনিধি ::
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” - এই প্রতিপাদ্যকে সামনে রেখে শান্তিগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকালে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে র্যালিটি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জয়কলস হাইওয়ে পুলিশ পাড়ির অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার তারিক জামিল অপু, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. আলমগীর, শান্তিগঞ্জ থানার এসআই নোবেল সরকার, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো. আনিসুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. সেলিম রেজা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নেহার রাণী চৌধুরী, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, পাগলা সরকারি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরাফত উল্লা।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, নিজেদের জীবন ও যাত্রীদের জীবনের নিরাপত্তায় সতর্কতা অবলম্বনে ইজিবাইকগুলোকে আঞ্চলিক মহাসড়কে চলাচল না করার এবং ইজিবাইকগুলোর ডানদিক ৭ দিনের মধ্যে বন্ধ করে দেওয়ার কথা বলেন। তিনি বলেন, সড়কের শৃঙ্খলা ফেরাতে আমাদের এখনই কঠোর হতে হবে। জীবন বাঁচাতে আইন মানা ছাড়া বিকল্প নেই। চালকদের প্রশিক্ষণ গ্রহণ, চালকদের ট্রাফিক আইন মেনে চলা, বৈধ ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র নিশ্চিত করা, বেপরোয়া গতি নিয়ন্ত্রণ ও ন্যায্য ভাড়া নেওয়ার আহ্বান জানানো হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কবিতা রাণী রায়, জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ নজরুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির এরিয়া পরিচালক ফরিদপুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহির উদ্দিন, হাইওয়ে পুলিশ এমএ হাসেম, ফায়ার সার্ভিস স্টেশনের বিপ্রো ঢালী, রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ, ক্বারী হোসাইন, ড্রাইভার প্রতিনিধি কমল, ফাতেনুর, শিপলু, ইমরানুল ও শিব্বিরসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও অটোরিকসা-সিএনজির চালকবৃন্দ।