দিরাইয়ে শিক্ষকদের বিক্ষোভ মিছিল

আপলোড সময় : ২০-১০-২০২৫ ০৮:৩৭:২৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-১০-২০২৫ ০৮:৩৭:২৪ পূর্বাহ্ন
দিরাই প্রতিনিধি :: বাড়িভাড়া, মেডিকেল ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে মিছিল ও সমাবেশ করেছে দিরাই উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ ও মাদ্রাসা শিক্ষক কল্যাণ সমিতি। রবিবার (১৯ অক্টোবর) দুপুরে দিরাই মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়ে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দিরাই থানা পয়েন্টে সমাবেশে মিলিত হয়। উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক সূর্যসেন দাস পান্নার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন দিরাই মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সব্যসাচী দাস, রাজা নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাধেশ রঞ্জন পুরকায়স্থ, দিরাই মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহমুদ হাসান অলেক, দিরাই হাজি মাহমুদ মিয়া আলীম মাদ্রাসার সুপার আব্দুল জলিল, ধল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফারুক আহমেদ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। বক্তারা বলেন, আমাদের ন্যায্য দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com