৭ দফা দাবিতে সওজ শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

আপলোড সময় : ২০-১০-২০২৫ ০৮:৩৩:০০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-১০-২০২৫ ০৮:৩৩:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: ৭ দফা দাবিতে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। রবিবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা শহরের সড়ক ও জনপথ অধিদপ্তর কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সওজ শ্রমিক ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদের সভাপতি মো. মশিউর রহমান, সাধারণ স¤পাদক নাজমুল হাসান ও উপদেষ্টা সুদীপ চন্দ্র দাস। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ওবায়দুর রহমান, সদস্য কবিরসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। মানববন্ধনে বক্তারা মাস্টাররোল কর্মচারীদের বেতন ও পেনশন সমস্যা দ্রুত সমাধান, রাজস্ব খাতে অন্তর্ভুক্তি, যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি, বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল, দৈনিক শ্রমিক নীতিমালা ২০২৫ বন্ধসহ ৭ দফা দাবি বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি দীর্ঘদিনেও পূরণ না হওয়ায় জীবিকা সংকটে পড়েছে বহু পরিবার। তাই সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com