
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের সোনাপুর বালুচর হাটির বাসিন্দা কিশোর মারজান (১৫) নিখোঁজ রয়েছে। সে ওই গ্রামের মো. আব্দুর রশিদের পুত্র।
মারজানের বাবা-মা জানান, গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার সময় বাড়ি থেকে বের হয়ে আর সে ঘরে ফিরেনি। তারপর থেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজ করে তার সন্ধান পাওয়া যায়নি।
এ ব্যাপারে মারজানের বাবা আব্দুর রশিদ সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি জিডি এন্ট্রি করেছেন। জিডি নং - ৩৬, তারিখ : ০১/১০/২৫ইং।
জিডিতে তিনি উল্লেখ করেন, ওইদিন সন্ধ্যা ৭ টার সময় বালুচর হাটি এলাকার রাস্তার মোড় থেকে নিখোঁজ হয় মারজান। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজির পরও কোন সন্ধান পাওয়া যায়নি।
সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই মিজানুর রহমান বলেন, পুলিশ নিখোঁজ মারজানের সন্ধানে সর্বোচ্চ চেষ্টা করছে। সন্দেহভাজন লোকদের একাধিকবার থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিন্তু কোন ক্লু পাওয়া যাচ্ছে না।
কিশোর মারজানের সন্ধান দিতে তার পিতার মোবাইল নম্বর ০১৭৪৯-৬৬৯৬১৩ ও ০১৭১৭-৩১৩৭৫৫ -এ যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।