রাকেশ রঞ্জন চৌধুরী স্মৃতি চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০৮:৫৮:৪৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০৮:৫৮:৪৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান, শিক্ষাবিদ ও সমাজকর্মী রাকেশ রঞ্জন চৌধুরীর স্মৃতি স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে সুনামগঞ্জ সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্র। অনুষ্ঠানে সহযোগিতা করেন প্রয়াত রাকেশ রঞ্জন চৌধুরীর ছেলে রূপক চৌধুরী। চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাড. মলয় চক্রবর্তী রাজু। আলোচনায় বক্তব্য দেন লেখক ও কবি সুখেন্দু সেন, সমাজকর্মী মানব চৌধুরী, কবি রুনা লেইস, অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা প্রদীপ দাস, বীর মুক্তিযোদ্ধা শাহীন চৌধুরী ও সংস্কৃতিকর্মী সীতাংশু চৌধুরী চিনু। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমেদ। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ক গ্রুপ: প্লে থেকে প্রথম শ্রেণি পর্যন্ত- বিষয়: উন্মুক্ত, খ গ্রুপ: ২য় থেকে ৫ম শ্রেণি - বিষয়: গ্রামবাংলা, গ গ্রুপ: ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি-বিষয়: আমার বিদ্যালয় / বৃষ্টি ও প্রকৃতি। অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন স্বপন চৌধুরী, অঞ্জন চৌধুরী ও রুনা লেইস। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। আলোচনায় বক্তারা বলেন, প্রয়াত রাকেশ রঞ্জন চৌধুরীর স্মৃতি ধরে রাখতে ২০১৮ সাল থেকে প্রতি বছর এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে সুনামগঞ্জ সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্র। ভবিষ্যতে আরও বিভিন্ন ইভেন্ট যুক্ত করে এই আয়োজনকে সমৃদ্ধ করা হবে। বক্তারা সংগঠনের সদস্যদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com