
স্টাফ রিপোর্টার ::
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র পুনর্গঠনের ৩১ দফা জনগণের মাঝে প্রচারের লক্ষ্যে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী দেওয়ান জয়নুল জাকেরিন গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়ন বাজারে হাজারো নেতাকর্মী, সমর্থকদের সাথে তিনি এই কর্মসূচি পালন করেছেন।
গণসংযোগকালে দেওয়ান জয়নুল জাকেরিন বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা একটি আধুনিক, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা। এটি জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্র পুনর্গঠনের একটি সুনির্দিষ্ট দিকনির্দেশনা। ৩১ দফা বাস্তবায়ন সময়ের দাবি। তিনি আরও বলেন, দল যদি আমাকে মনোনীত করে, ইনশাআল্লাহ সুনামগঞ্জ-৪ নির্বাচনী এলাকাকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলবো।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপি, ধনপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।