
চট্টগ্রাম বন্দর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়ার পরিকল্পনার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটি এই কর্মসূচির আয়োজন করে।
শহরের রায়পাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয় থেকে লাল পতাকাসহ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আলফাত স্কয়ারে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ স¤পাদক সাইফুল আলম ছদরুল, সুনামগঞ্জ জেলা হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সাধারণ স¤পাদক টিটু দাস, অর্থ স¤পাদক জিয়াউর রহমান, সুনামগঞ্জ সদর উপজেলা রিকসা ভ্যান শ্রমিক সংঘের সভাপতি মো. আব্দুর রউফ, সুনামগঞ্জ সদর উপজেলা স মিল শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক মনির মিয়া, সুনামগঞ্জ হকার্স শ্রমিক সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুল হাই প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সাম্রাজ্যবাদীদের স্বার্থে ও আন্তঃসাম্রাজ্যবাদী যুদ্ধে বাংলাদেশকে সম্পৃক্ত করতে চট্টগ্রাম বন্দর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়ার পরিকল্পনা চলছে। - সংবাদ বিজ্ঞপ্তি