
স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তাহিরপুরে বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়েছে। আজ শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় তাহিরপুর উপজেলা স্টেডিয়ামে এই জনসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশকে ঘিরে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরা।
তারা জানান, সমাবেশে অন্তত ২০ হাজার মানুষ অংশগ্রহণ করবে। হাজার-হাজার নেতাকর্মীর অংশগ্রহণে তাহিরপুর উপজেলা স্টেডিয়াম জনসমুদ্রে পরিণত হবে বলেও জানান আয়োজকরা। এদিকে, তাহিরপুর উপজেলা বিএনপির এই আয়োজনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সমাবেশকে সফল করতে দিনরাত কাজ করছেন তারা।
জন-সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কৃষিজীবী সংগঠন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও জেলা কৃষকদলের আহ্বায়ক আনিসুল হক। দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় এই নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। হাওর অধ্যুষিত এই জনপদের মানুষের কাছে ৩১ দফা কর্মসূচির বিশেষ গুরুত্ব সমাবেশে তুলে ধরবেন তিনি।
তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া বলেন, জনগণের মৌলিক অধিকার, অর্থনৈতিক মুক্তি ও সাংবিধানিক সংস্কারের জন্য তারেক রহমানের ঘোষিত ৩১ দফা একটি জাতীয় মুক্তির সনদ। এই কর্মসূচির বার্তা জনগণের কাছে পৌঁছাতে আমরা বদ্ধপরিকর। আমরা আশা করছি, অন্তত ২০ হাজার মানুষ এই জনসমাবেশে অংশগ্রহণ করবে এবং তাহিরপুর উপজেলা স্টেডিয়াম জনসমুদ্রে পরিণত হবে।