
স্টাফ রিপোর্টার ::
শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের শান্ত গ্রাম দূর্ব্বাকান্দা, যে গ্রামে স্বাধীনতার পর এই প্রথম পদার্পণ করলেন কোনো জেলা প্রশাসক। শুক্রবার সকালটি তাই ছিল গ্রামবাসীর জন্য অন্যসব দিনের চেয়ে অনেক আলাদা।
সকাল থেকেই গ্রামের মানুষদের চোখে-মুখে ছিল উচ্ছ্বাস। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া গ্রামে পৌঁছলে তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন গ্রামবাসী। গ্রামের অনেকে বলেন, স্বাধীনতার পর এই প্রথম জেলা প্রশাসক আমাদের গ্রামে এসেছেন - এ এক ঐতিহাসিক দিন।
জেলা প্রশাসক গ্রামটি ঘুরে দেখেন। এরপর স্থানীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক মতবিনিময় সভা। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। তখন জেলা প্রশাসক গ্রামের কবরস্থান, গ্রামীণ রাস্তা, গাইডওয়াল, মাদ্রাসা ও মসজিদসহ সার্বিক উন্নয়নের আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. বুরহান উদ্দিন, বিএনপি নেতা মো. জিয়াউর রহমান জিয়া, মো. দারগা আলী, মো. বেলায়েত হোসেন, মো. মুর্তুজ আলী, আলী আকবর, মো. আদম আলী, মাওলানা বশির আহমদ, মেম্বার সাইদুল ইসলাম, মো. আব্দুল বারিক, ননি দেবনাথ, মাওলানা ওয়াকিব মিয়া, মো. নুর আলম, মো. আব্দুর নুর, মো. জসিম উদ্দিন, সাবেক মেম্বার অলেক মিয়া প্রমুখ।
পরে জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া পাশের মৌখলা ও শ্যামনগর গ্রাম এবং পাথারিয়া বাজার পরিদর্শন করেন।