জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ১৭-১০-২০২৫ ০৮:৪৩:০৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-১০-২০২৫ ০৮:৪৩:০৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে মাসিক কল্যাণ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ এবং সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ। সভার শুরুতে পূর্ববর্তী কল্যাণ সভায় উত্থাপিত বিষয়সমূহের অগ্রগতি তুলে ধরা হয়। পরবর্তীতে উপস্থিত পুলিশ সদস্যরা তাদের সমস্যা, প্রয়োজনীয়তা ও প্রস্তাবনা তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে সেগুলো শোনেন এবং দ্রুত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মো. রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) প্রণয় রায়, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) মো. আবদুল কাদের, জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ। পরবর্তীতে বেলা পৌনে ১টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে সেপ্টেম্বর ২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি এবং অপরাধ দমনে গৃহীত কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com