সুনামগঞ্জে দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপলোড সময় : ১৭-১০-২০২৫ ০৮:৩৫:৫৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-১০-২০২৫ ০৮:৩৫:৫৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: “সত্য, সাহস, সুন্দর” - এই স্লোগানকে ধারণ করে সুনামগঞ্জে উদযাপিত হয়েছে দৈনিক কালবেলা’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন দৈনিক কালবেলার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি একে কুদরত পাশা এবং সঞ্চালনায় ছিলেন বৈশাখি টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কর্ণ বাবু দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল। বিশেষ অতিথি ছিলেন পিস ফ্যাসিলিটেটর নেটওয়ার্ক সুনামগঞ্জ জেলার সমন্বয়কারী নূরুল হক আফিন্দী। শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক কালবেলার তাহিরপুর উপজেলা প্রতিনিধি শওকত হাসান। এছাড়াও আলোচনায় অংশ নেন সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, দৈনিক সুনামগঞ্জের খবর স¤পাদক পঙ্কজ কান্তি দে, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিল রহমান, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ স¤পাদক জসিম উদ্দিন, কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের জেলা সভাপতি শাহীনা চৌধুরী রুবি, সাইফুল আলম সদরুল, অ্যাড. মাহবুবুল হাসান শাহীন, হাসান চৌধুরী, সালেহিন চৌধুরী শুভ, ফজলুল করিম সাঈদ, সিরাজুল ইসলাম পলাশ, রাসেল, মাওলানা ফয়জুন নূর ফয়েজ, রিনা বেগম, প্রতিমা রানী, রোশনা আক্তার তৃষ্ণা, বাবুল মিয়া, আনোয়ারুল হক, শহীদ নূর আহমদ, তানভির আহমেদ, ফৌজিয়া রহমান ঊষা, মুন্নি আক্তার, দৈনিক কালবেলা ধর্মপাশা উপজেলা প্রতিনিধি মো. মনোয়ার হোসেন, জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি গোবিন্দ দেব, দিরাই উপজেলা প্রতিনিধি হিল্লোল পুরকায়স্থ ও শান্তিগঞ্জ উপজেলা প্রতিনিধি নোহান আরফিন নেওয়াজ। আলোচনা শেষে অতিথিরা কেক কেটে দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। বক্তারা দৈনিক কালবেলার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সাহসী সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও এর ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com