৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মহিলা দলের সমাবেশ

আপলোড সময় : ১৭-১০-২০২৫ ০৮:২৩:২১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-১০-২০২৫ ০৮:২৩:২১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনসমর্থন গড়ে তোলার লক্ষ্যে সুনামগঞ্জে গণসংযোগ ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর ও পৌর শাখা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ স¤পাদক ও সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল। সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সভাপতি লুৎফা আনোয়ার এবং সঞ্চালনা করেন সাধারণ স¤পাদক অ্যাডভোকেট হাফেজা ফেরদৌস লিপন। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শাহানা আলম চৌধুরী, সাংগঠনিক স¤পাদক খাদিজা কলি, মানবাধিকার বিষয়ক স¤পাদক সুলতানা আহমদ মনি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী, আ. ত. ম. মিসবাহ, অ্যাডভোকেট শেরেনূর আলী, নজরুল ইসলাম, সোহেল আহমদ, আবুল কালাম আজাদ, রেজাউল হক, অ্যাড. মাসুক আলম চৌধুরী। সমাবেশে বক্তারা বলেন, বিএনপির প্রতি জনগণের গভীর আস্থা রয়েছে। আসন্ন নির্বাচনে সুনামগঞ্জের সব আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। তারা বলেন, মহিলাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংসদে আসন সৃষ্টি করেছিলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি নারীর ক্ষমতায়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করেছে। বক্তারা বলেন, আজ তারুণ্যের প্রতীক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুন সম্ভাবনার পথে অগ্রসর হচ্ছে। জনগণের ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ঘোষিত ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীরা মাঠে কাজ করছে। বক্তারা বলেন, সুনামগঞ্জের প্রতিটি ইউনিয়ন, গ্রাম ও পাড়া-মহল্লায় ধানের শীষের প্রচারণা চালানো হচ্ছে এবং জেলার পাঁচটি আসনেই বিএনপির পক্ষে গণসংযোগ অব্যাহত থাকবে। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে মহিলা দলের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com