
স্টাফ রিপোর্টার ::
৫ দফা দাবিতে মানববন্ধন করেছে সুনামগঞ্জ জেলা জামায়াত। বুধবার বিকেলে শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের নায়েবে আমীর মো. মোমতাজুল হাসান আবেদ। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর এবং সুনামগঞ্জ-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শামসুদ্দিন।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট নুরুল আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোহাম্মদ আলী, পৌর জামায়াতের নায়েবে আমীর আজিজুল হক মাসুক, পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মোহাম্মদ মামুন প্রমুখ।
বাংলাদেশ, জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে জানিয়ে বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন হতে হবে। আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু করতে হবে। তারা বলেন, অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।