
মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা গ্রাম থেকে চুরি হওয়া একটি মোটর সাইকেল পাশের ধর্মপাশা উপজেলার বড়ইহাটি গ্রামের একটি বসতঘরের বারান্দা থেকে বুধবার দুপুরে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
মধ্যনগর থানার ওসি মনিবুর রহমান রহমান বলেন, উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বংশীকুন্ডা গ্রামের নাজমুল ইসলামের বসতঘর থেকে গত ২৫ সেপ্টেম্বর তার ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি হয়। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে উপজেলার বংশীকুন্ডা গ্রামের রফিকুল ইসলাম (২২) ও আহসান হাবিব (২৫)কে মঙ্গলবার রাতে উপজেলার বংশীকুন্ডা বাজার থেকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে তারা দুইজন মোটরসাইকেলটি চুরির কথা স্বীকার করে এবং সেই মোটরসাইকেলটি তারা বিক্রি করে দিয়েছে বলে জানায়। তাদের দেওয়া কথা অনুয়ায়ী, চুরি হওয়া মোটরসাইকেলটি পাশের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের একটি বসতঘরের বারান্দা থেকে থেকে বুধবার বেলা ১২টার দিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতেই থানায় মামলা হয়েছে। এই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে তাদেরকে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।