
জামালগঞ্জ প্রতিনিধি ::
জামালগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মাদক এক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি জামালগঞ্জ থানার সদর ইউনিয়নের তেলিয়া নতুনপাড়ার আব্দুল কাইয়ুমের ছেলে শাহানুর মিয়া (২০)।
পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে জামালগঞ্জ সদর ইউনিয়নের জামালগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মেইন গেইটের সামনে পাকা রাস্তায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। জামালগঞ্জ থানার এসআই এম.এ. ফারুক ও এএসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পরিচালিত হয় অভিযান। এসময় আসামির দেহ তল্লাশি করে ২৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে জামালগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।