
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলা সদর ইউনিয়নের আনন্দমোড় এলাকা থেকে বুধবার দুপুরে বুলবুল আহম্মদ খান (৫০) নামের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, উপজেলার ঘুলুয়া গ্রামের বাসিন্দা বুলবুল আহম্মদ খানের (৫০) বিরুদ্ধে তার স্ত্রী বাদী হয়ে যৌতুক নিরোধ আইনে নেত্রকোণা পারিবারিক আদালতে ২০১৭ সালে একটি মামলা করেন। এই মামলায় আদালতের বিচারক তাকে চলতি বছরের ৩ মার্চ তিনমাসের বিনাশ্রম কারাদ- দেন। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। উপজেলা সদরের আনন্দমোড় এলাকা থেকে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে। ওই দিনই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।