
স্টাফ রিপোর্টার ::
ভাষা আন্দোলন পরবর্তী সুনামগঞ্জের প্রথম শহীদ মিনার ভেঙে ফেলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে এই সমাবেশের আয়োজন করেন সুনামগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।
সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন ছাত্র সুখেন্দু সেন, সাবেক ছাত্র নেতা রেজাউল হক, মুনাজ্জির হোসেন সুজন, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পংকজ দে, জাহাঙ্গীর আলম, সালেহিন চৌধুরী শুভ, মুজাহিদুল ইসলাম মজনু। সমাবেশ সঞ্চালনা করেন রাজু আহমেদ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সুনামগঞ্জ সরকারি কলেজে এটি ছিল সুনামগঞ্জের প্রথম শহীদ মিনার। যা ভাষা আন্দোলনের গৌরবময় ঐতিহ্য বহন করে আসছে। তাই এই শহীদ মিনারকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হবে।
তারা আরও বলেন, শহীদ মিনার ভাঙার ঘটনায় যারা জড়িত, তাদের আইনের আওতায় এনে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে শহীদ মিনার আগের জায়গায় পুনঃস্থাপন না করা হলে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা লাগাতার কর্মসূচির ঘোষণা দেবেন।
এদিকে প্রতিবাদ সমাবেশ শেষে সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষের সাথে দেখা করে ক্ষোভের কথা জানান প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীরা। এ সময় অধ্যক্ষ বলেন, আপনারা না চাইলে আমরা এই স্থাপনা নির্মাণ করবো না। আপনাদের দাবির প্রতি আমরা একাত্মতা প্রকাশ করছি। আপনাদের প্রতি সম্মান জানিয়ে আমরা শহীদ মিনারটি পুন”স্থাপন করার উদ্যোগ গ্রহণ করবো।