
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে সংগঠনের নেতাকর্মীরা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ প্রদক্ষিণ করে। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
শোভাযাত্রা শেষে আলফাত স্কয়ারে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জিয়া সৈনিক দলের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস শিপনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সোহেল আহমদ। তিনি বলেন, সুনামগঞ্জের মাটি নূরুল ভাইয়ের ঘাঁটি। তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশ নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করব। তিনি আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জিয়া সৈনিক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা জিয়া সৈনিক দলের আহ্বায়ক লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, যুবদল নেতা হাফিজুল ইসলাম রাজু, স্বেচ্ছাসেবক দলের নেতা সোহেল মিয়া, জেলা ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, যুবদল নেতা আমানুল হক রাসেল, জাবেদ হোসেনসহ অন্যান্য নেতাকর্মী।