
স্টাফ রিপোর্টার ::
“শিশুর কথা শুনবো আজ, শিশুর জন্য করবো কাজ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫ উদযাপনের ৫ম দিনে শিশুদের সুরক্ষা বিকাশ উন্নয়ন ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শহরের মহিলা রোডস্থ বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জ কার্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের যৌথভাবে আয়োজন করে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জ। সভায় সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ।
বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জের এপিএম হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। তিনি বলেন, সমাজে শিশুদের এগিয়ে নিতে হলে শিশুদের প্রতি আমাদেরকে যত্নশীল হতে হবে। শিশুরা যাতে আনন্দ উৎসাহে বড় হতে পারে সেদিকে আমাদের নজর দিতে হবে। এই শিশুরাই বড় হয়ে আগামী দিনে নেতৃত্ব দিবে। কাজেই শিশুদের যত্নে আমাদেরকে অবহেলা করলে চলবে না।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিরাপদ খাদ্য বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শরীফ উদ্দিন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ডা. তানজিল হক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সুনামগঞ্জ সদর এপির ম্যানেজার স্টিপ তাপস চিসিম, ইসলামিক রিলিফের মোহাম্মদ সাইফুর রহমান, আউস-এর নির্বাহী পরিচালক মাসুদ পারভেজ প্রমুখ।