
দিরাই প্রতিনিধি ::
দিরাই পৌরশহরের শাল্লা নৌকাঘাট সংলগ্ন চামটি নদী থেকে তানহা নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে পৌরশহরের মজলিশপুর আবাসিক এলাকার চামটি নদীতে ভেসে থাকা অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনাটি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে শিশুটির মা সিলেট থেকে দিরাই এসে শাল্লাগামী নৌকায় উঠছিলেন। এ সময় অসাবধানতাবশত তার দেড় বছর বয়সী মেয়ে তানহা নৌকা থেকে নদীতে পড়ে যায়। নিখোঁজের একদিন পর রোববার সকালে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। তানহা শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়নের সিমেরকান্দা গ্রামের রহিবুল ইসলাম ও মাসেদা বেগমের একমাত্র কন্যা।