
স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচন নিশ্চিতের দাবিসহ ৫ দফা দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছে সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামী।
রবিবার দুপুরে শহরের আলফাত স্কয়ার থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে দলটির নেতাকর্মীরা জেলা প্রশাসক কার্যালয়ে যান এবং স্মারকলিপি প্রদান করেন।
জামায়াতের ৫ দফা দাবির মধ্যে রয়েছে- ১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট আয়োজন করে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন; ২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোট; ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা; ৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা; এবং ৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
এদিকে, স্মারকলিপি প্রদানের আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখান থেকে জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার কাছে ৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি হস্তান্তর করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির ও সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শামসুদ্দিন, সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন খান, সুনামগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মো. আব্দুল্লাহ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও জেলা জামায়াতের নায়েবে আমির মমতাজুল হাসান আবেদ, সুনামগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ আলী, সেক্রেটারি সোলেমান চৌধুরী, সুনামগঞ্জ পৌর জামায়াতের আমির আব্দুস সাত্তার মামুন, সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, সুনামগঞ্জ জেলা শিবিরের সভাপতি মেহেদী হাসান তুহিন প্রমুখ।