ঠিকাদারের দায়িত্বহীনতা

বিদ্যুৎস্পৃষ্টে আহত শিশুটি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে

আপলোড সময় : ১২-১০-২০২৫ ১১:৪৯:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৫ ১১:৪৯:৫২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: দিরাই-শাল্লা আঞ্চলিক মহাসড়ক পুনঃনির্মাণ কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বজ্ঞানহীন কর্মকান্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ৬ বছরের শিশু প্লাবন দাস। সে দিরাই উপজেলার বাহাড়া ইউনিয়নের নয়াগাঁও গ্রামের সৌরভ দাসের ছেলে ও আঙ্গারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র। ঘটনাটি ঘটে গত ১১ অক্টোবর বিকেলে শাল্লা উপজেলার আনন্দপুরস্থ পল্লী বিদ্যুতের সাবস্টেশন সংলগ্ন মাদারিয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়ক পুনঃনির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মাদারিয়া বাঁধ সংলগ্ন স্থানে অপরিকল্পিতভাবে বিদ্যুতের তারের নিচে স্তূপ করে রাখে ভিটবালু। এতোটাই উঁচু করে রাখা হয় বালু যে, তার মাত্র ৩ ফুট উপরে ছিল পল্লী বিদ্যুতের ৩৩ কেভি মেইন লাইন। ওই বালুর স্তূপে শিশুদের খেলার সময়ই ঘটে দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পরপরই শিশুটিকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রবিবার (১২ অক্টোবর) তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ব্যাপারে শিশু প্লাবনের দাদু জ্যোতির্ময় দাস বলেন, আমার নাতিকে নিয়ে পপুলার হাসপাতালে ভর্তি করিয়েছি। বালুর উপরে খেলতে গিয়ে তারে লেগে যায় প্লাবন। পরে দেবরাজ দাস তাকে বাঁচায়। বিদ্যুৎস্পৃষ্টে তার নাতির পা ও হাত পুড়ে ক্ষত হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে প্রত্যক্ষদর্শী নয়াগাঁও গ্রামের দেবরাজ দাস বলেন, আমি এসে দেখি তারে লেগে আছে শিশুটি। এমন অবস্থা আমি নিজেও ভয় পেয়ে যাই। কিন্তু শিশুটিকে বাঁচাতে জুতা দিয়ে আঘাত করতে করতে তার থেকে সরাতে সক্ষম হই। উপজেলার হবিবপুর ইউপির ২নং ওয়ার্ড মেম্বার বাবলু রায় বলেন, ঘটনার বিষয়ে আমি ঠিকাদারদের জানিয়েছি। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ম্যানেজার কালা বাবু অনেকটা কৌশলে বলেন, শিশুটি গাছ বেয়ে পল্লী বিদ্যুতের তারে লেগেছে। আমি সাইটে নেই, বাড়িতে আছি ছুটি নিয়ে। ঘটনা জানার পর আমরা স্তূপটি কমিয়ে দিয়েছি। এখন আর শিশুরা নাগাল পাবে না। স্থানীয়রা জানান, ঘটনাস্থলেই কোনো গাছই নেই। অথচ কালা বাবু বরিশাল থেকে দায় দিয়েছেন গাছের উপর! স্থানীয় বাসিন্দারা বলেন, গাছে উঠে নয়, বালুর উপর থেকেই শিশুটি বৈদ্যুতিক তারে লেগে স্পৃষ্ট হয়েছে। এমন দায়িত্বজ্ঞানহীন কর্মকা- ও মিথ্যা বক্তব্যের নিন্দা জানান অনেকেই। স্থানীয়রা আরও বলেন, এখান থেকে বালু না সরালে আবারও দুর্ঘটনা ঘটতে পারে। স্তূপ কমানোর পরও ঝুঁকি রয়েছে বলে জানান তারা। এ বিষয়ে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী, দিরাইয়ে পিডিবি’র আবাসিক কর্মকর্তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তারা কল রিসিভ করেননি।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com