যাদুকাটা নদীতে মোবাইল কোর্টের অভিযান, ২ লাখ টাকা জরিমানা আদায়

আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৮:৪৯:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৮:৪৯:০১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: জেলা প্রশাসনের উদ্যোগে তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর বিন্নাকুলী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শনিবার পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. ইয়াসীর আরাফাত। মোবাইল কোর্টে সার্বিক সহায়তা করেন বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যবৃন্দ এবং পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জের সহকারী পরিচালক মোহাইমিনুল হক। অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ৪ ধারায় দুটি মামলা দায়ের করা হয় এবং অপরাধীদের মোট ২ লাখ টাকা অর্থদন্ড-প্রদান করা হয়েছে। অভিযানের সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন তাহিরপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান মানিক।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com