শিশুদের শিক্ষা, স্বাস্থ্য বিষয়ে আলোচনা সভা

আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৮:৩৪:১২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৮:৫৪:৪১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫ উপলক্ষে শনিবার (১১ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ জেলা শিশু একাডেমির হলরুমে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জয়শ্রী দেব বাবলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নিখিল চন্দ্র দেবনাথ, কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী কুদরত পাশা এবং জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিনিধি রনি পারভীন। শিশুদের পক্ষ থেকে আলোচনায় অংশ নেয় সুরাইয়া আক্তার ও সানিয়া আক্তার, যারা তাদের নিজস্ব অভিজ্ঞতা ও মতামতের মাধ্যমে শিশুদের স্বাস্থ্য ও মানসিক সচেতনতার বিষয়টি তুলে ধরে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com